ম্যাচজুড়ে দুর্দান্ত সব আক্রমণ সাজিয়েছেন লিওনেল মেসি। ভীতি ছড়িয়েছেন আনহেল ডি মারিয়াও। কিন্তু প্যারাগুয়ের জমাট রক্ষণের সামনে গিয়েছে ব্যর্থ হয়েছে সব। শেষ দিকে পাল্টা আক্রমণে গিয়ে নিজেদেরর শক্তি দেখিয়েছে প্যারাগুয়েও।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে মেসির আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত রুখে দিল প্যারাগুয়ে। ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
কাতার বিশ্বকাপ বাছাইয়ে এই নিয়ে চতুর্থ ম্যাচে পয়েন্ট হারাল আর্জেন্টিনা। আর প্যারাগুয়ের এটি ষষ্ঠ ড্র।
পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে খেলেছে আর্জেন্টিনা। প্রতিপক্ষের গোলমুখে শট নেয় ১৪টি, যার আটটি ছিল লক্ষ্যে। কিন্তু প্রতিপক্ষের জাল স্পর্শ করতে পারেনি একবারও। অন্যদিকে প্যারাগুয়ের ১০ শটের তিনটি ছিল লক্ষ্যে।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৯ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা।